Making Software, Making Life Easy
হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা
• কোন অধ্যায়ের লক্ষণের তালিকা থেকে সংশ্লিষ্ট যে কোন লক্ষণ সার্স করে পাওয়া যাবে।
• বোরিকের সমগ্র রেপার্টরি থেকে যে কোন লক্ষণ সহজেই খুজে বের করা যাবে।
• অসংখ্যা নমুনা শব্দ/রোগলক্ষণ থেকে সংশ্লিষ্ট লক্ষণসমূহ দেখা যাবে।
• প্রদর্শিত লক্ষণসমষ্টি থেকে কোন রোগীর জন্য এক বা একাধিক লক্ষণ নির্বাচন করা যাবে।
• কোন রোগীর জন্য নির্বাচিত লক্ষণসমষ্টি থেকে সঠিক ঔষধ নির্বাচন করা যাবে।
• কোন রোগীর জন্য নির্বাচিত লক্ষণসমষ্টি থেকে যে কোন লক্ষণ মুছে ফেলা যাবে ও অবশিষ্ট লক্ষণ থেকে ঔষধ নির্বাচন করা যাবে।
• কোন রোগীর জন্য নির্বাচিত লক্ষণসমূহ রোগীর নামে সেভ করে রাখা যাবে ও পরে তা দেখা যাবে।
• কোন রোগীর নামে সেভ করা লক্ষণ ওপেন করে তা দেখা যাবে, পুরাতন যে কোন লক্ষণ মুছে নতুন লক্ষণ সংযোজন করা যাবে ও তার আলোকে ঔষধ নির্বাচন করা যাবে।
• কোন রোগীর জন্য রেপার্টরি থেকে লক্ষণ নির্বাচন শেষ হলে যে ঔষধগুলো নির্বাচিত হবে সেগুলোর মধ্যে কোনটাতে আলোচ্য রোগীর কতটি লক্ষণ আছে তা দেখা যাবে। (ফিল্টারিং পেজ থেকে)
• নির্বাচিত ঔষধসমূহকে যে কোন ক্যাটাগরিতে (তরুন, ক্রণিক, গরমকাতর, শীতকাতর, সোরা, সিফিলিক.., ডান, বা, ,পুরুষ, স্ত্রী, পলিক্রেষ্ট, ননপলিক্রেষ্ট) ফিল্টারিং করা যাবে। (ফিল্টারিং পেজ থেকে)
• যে কোন ঔষধের সাধারণ পরিচিতি এক নজরে দেখা যাবে। (ফিল্টারিং পেজ থেকে)
• লক্ষণ দেখার জন্য ফন্টের সাইজ ইচ্ছামত ছোট-বড় করা যাবে।
• কোন নির্দিষ্ট লক্ষণের জন্য কিকি ঔষধ আছে তা লক্ষণে রাইট ক্লিক করলে দেখা যাবে।
• প্রতিটি লক্ষণের শেষে ঔষধের সংখ্যা লেখা আছে যা দেখলে বোঝা যায় লক্ষণটি রেপার্টরিতে কতটি ঔষধের মধ্যে আছে।