হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা
অনলাইন কুরআন সার্স ব্যবহার নির্দেশিকা
আল-কুরআনের Complete Indexing (পূর্ণাঙ্গ সূচী)তে মহাগ্রন্থ আল-কুরআনের সকল বিষয়
(আদেশ/নিষেধ/উপদেশ/সতর্কবার্তা/ যুক্তি/ইতিহাস/সাহিত্য/বিজ্ঞান/আইন ইত্যাদি)সম্পর্কে
জানা, শোনা, বোঝা ও অনুসরণের জন্য Indexing টি সাহায্য করবে।এটিতে বাংলা বর্ণক্রম
অনুযায়ী সম্ভাব্য সকল বিষয় সাজানো আছে। বিষয় শিরোনামের ডানপাশে উক্ত বিষয়টি কুরআনের
কোন কোন আয়াতে আছে তা সুরা ও আয়াত নং দিয়ে লেখা আছে। উক্ত নম্বরে ক্লিক করলে সংশ্লিষ্ট
আয়াতটি আরবীতে ওপেন হবে, নিচে তার বাংলা ও ইংরেজি অর্থ দেখাবে এবং উপরে আয়াতটি তেলায়াতের
অডিও বাটন থাকবে। উক্ত বাটনে ক্লিক করে আয়াতটি বার বার শোনা যাবে।
এই ওয়েব সাইটের মাধ্যমে আরও কিছু কাজ করা যাবে। তা হলঃ সম্পূর্ণ কুরআন থেকে যে কোন
সুরা ও আয়াত নং লিখে সার্স করলে সংশ্লিষ্ট আয়াতটির তেলায়াত শোনা, আরবীতে পড়া, বাংলা
ও ইংরেজি অর্থ দেখা যাবে। এছাড়া যে কোন শব্দ বাংলা বা ইংরেজিতে লিখে সার্স দিলে সমগ্র
কুরআনের কোথায়, কত নং আয়াতে তা আছে সেগুলির তেলায়াত শোনা, আরবীতে পড়া, বাংলা ও ইংরেজি
অর্থ দেখা যাবে।
ওয়েবসাইটের ঠিকানাঃ http://boischool.com/quran
আল্লাহ তার সকল বান্দাকে কুরআন বোঝার ও অনুসরণের শক্তি দান করুন।
সাহায্যের সূচীপত্র
বিস্তারিত নির্দেশিকা পরবর্তিতে প্রকাশ করা হবে ইনশাল্লাহ