logo Hikmasoft Ltd

Making Software, Making Life Easy

হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা

কেন্টের বাংলা রেপার্টরী ব্যবহার নির্দেশিকা

KentBangla

 

KentBangla

 

KentBangla

এই পেজ থেকে যা করা যাবে-


• এই পেজে কেন্টের রেপার্টরিকে ৪২ টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। যে কোন অধ্যায়ে ক্লিক করলে সেই অধ্যায়ের সকল লক্ষণ দেখা যাবে। এখানে অন্যান্য নামে যে বাটনটি আছে সেটাতে ক্লিক করলে আরও নতুন ৫৬ টি বাটন দেখা যাবে। এখান থেকে যে কোন বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট সেই অধ্যায়ের সকল লক্ষণ দেখা যাবে। কোন অধ্যায়ের লক্ষণের তালিকা থেকে সংশ্লিষ্ট যে কোন লক্ষণ সার্স করে পাওয়া যাবে।


• কোন অধ্যায়ের লক্ষণের তালিকা থেকে সংশ্লিষ্ট যে কোন লক্ষণ সার্স করে পাওয়া যাবে।

• কেন্টের সমগ্র রেপার্টরি থেকে যে কোন লক্ষণ সহজেই খুজে বের করা যাবে।
• কেন্টের রেপার্টরির সাধারণ লক্ষণ অধ্যায়কে পৃথক পেজে রাখা হয়েছে যা থেকে সহজেই সার্বদৈহিক লক্ষণ খুজে বের করা যাবে।

• অসংখ্যা নমুনা শব্দ/রোগলক্ষণ থেকে সংশ্লিষ্ট লক্ষণসমূহ দেখা যাবে।

• প্রদর্শিত লক্ষণসমষ্টি থেকে কোন রোগীর জন্য এক বা একাধিক লক্ষণ নির্বাচন করা যাবে।

• কোন রোগীর জন্য নির্বাচিত লক্ষণসমষ্টি থেকে সঠিক ঔষধ নির্বাচন করা যাবে।

• কোন রোগীর জন্য নির্বাচিত লক্ষণসমষ্টি থেকে যে কোন লক্ষণ মুছে ফেলা যাবে ও অবশিষ্ট লক্ষণ থেকে ঔষধ নির্বাচন করা যাবে।

• কোন রোগীর জন্য নির্বাচিত লক্ষণসমূহ রোগীর নামে সেভ করে রাখা যাবে ও পরে তা দেখা যাবে।
• কোন রোগীর নামে সেভ করা লক্ষণ ওপেন করে তা দেখা যাবে, পুরাতন যে কোন লক্ষণ মুছে নতুন লক্ষণ সংযোজন করা যাবে ও তার আলোকে ঔষধ নির্বাচন করা যাবে।
• কোন রোগীর জন্য রেপার্টরি থেকে লক্ষণ নির্বাচন শেষ হলে যে ঔষধগুলো নির্বাচিত হবে সেগুলোর মধ্যে কোনটাতে আলোচ্য রোগীর কতটি লক্ষণ আছে তা দেখা যাবে। (ফিল্টারিং পেজ থেকে)
• নির্বাচিত ঔষধসমূহকে যে কোন ক্যাটাগরিতে (তরুন, ক্রণিক, গরমকাতর, শীতকাতর, সোরা, সিফিলিক.., ডান, বা, ,পুরুষ, স্ত্রী, পলিক্রেষ্ট, ননপলিক্রেষ্ট) ফিল্টারিং করা যাবে। (ফিল্টারিং পেজ থেকে)
• যে কোন ঔষধের সাধারণ পরিচিতি এক নজরে দেখা যাবে। (ফিল্টারিং পেজ থেকে)
• লক্ষণ দেখার জন্য ফন্টের সাইজ ইচ্ছামত ছোট-বড় করা যাবে।
• কোন নির্দিষ্ট লক্ষণের জন্য কিকি ঔষধ আছে তা লক্ষণে রাইট ক্লিক করলে দেখা যাবে।
• প্রতিটি লক্ষণের শেষে ঔষধের সংখ্যা লেখা আছে যা দেখলে বোঝা যায় লক্ষণটি রেপার্টরিতে কতটি ঔষধের মধ্যে আছে।
• রবিন মারফির রেপার্টরির অনুকরনকৃত সকল অধ্যায় এখান থেকে ব্যবহার করা যাবে।
• লক্ষণের প্রবলতা অনুযায়ী যে কোন লক্ষণকে আবশ্যিক লক্ষণ হিসেবে রেখে ঔষধ নির্বাচন করা যাবে।


কেন্টের বাংলা রেপার্টরী পেজটি ব্যবহারের পদ্ধতি

১. কিভাবে কোন অধ্যায়ের লক্ষণের তালিকা থেকে সংশ্লিষ্ট যে কোন লক্ষণ সার্স করে পাওয়া যাবে?

উত্তরঃ কেন্টের বাংলা রেপার্টরী পেজটির উপরের দিকে ৪২ টি বাটন আছে। প্রতিটি বাটন রেপার্টরির এক একটি অধ্যায়কে নির্দেশ করে। এখান থেকে যে বাটনে ক্লিক করবেন নিচে বামপাশে সেই অধ্যায়ের সকল লক্ষণ দেখাবে। কিন্তু এক পেজে সকল লক্ষণ দেখা সম্ভব নয়। ক্রলিং করে সকল লক্ষণ দেখাও বিরক্তিকর। তাই সহজেই যাতে উক্ত অধ্যায়ের কোন লক্ষণকে খুজে পাওয়া যায় সে জন্য লক্ষণ সার্সের ব্যবস্থা।

লক্ষণ সার্সের জন্য প্রথমে উপর থেকে সংশ্লিষ্ট অধ্যায়ের বাটনে ক্লিক করুন। আর যদি লক্ষণটি সমগ্র রেপার্টরি থেকে খুজতে চান তাহলে উপর থেকে সকল ডাটা বাটনে ক্লিক করুন। এর পর নিচের দিকের লক্ষণ সার্স এর ডানপাশের প্রথম ঘরে একটি শব্দে লক্ষণটি টাইপ করুন। (বাংলা বানান ভুল হলে বা সফটওয়ারের ডাটাবেজে যে বানান আছে সেটা না লিখলে কোন ফলাফল আসবে না।) এর পর লক্ষণ সার্স বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে সংশ্লিষ্ট সকল লক্ষণ পেয়ে যাবেন।


২. কিভাবে কেন্টের সমগ্র রেপার্টরি থেকে যে কোন লক্ষণ সহজেই খুজে বের করা যাবে?

উত্তরঃ যদি লক্ষণটি সমগ্র রেপার্টরি থেকে খুজতে চান তাহলে উপর থেকে সকল ডাটা বাটনে ক্লিক করুন। এর পর নিচের দিকের লক্ষণ সার্স এর ডানপাশের প্রথম ঘরে একটি শব্দে লক্ষণটি টাইপ করুন। (বাংলা বানান ভুল হলে বা সফটওয়ারের ডাটাবেজে যে বানান আছে সেটা না লিখলে কোন ফলাফল আসবে না।) এর পর লক্ষণ সার্স বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে সংশ্লিষ্ট সকল লক্ষণ পেয়ে যাবেন।


৩. কিভাবে অসংখ্যা নমুনা শব্দ/রোগলক্ষণ থেকে সংশ্লিষ্ট লক্ষণসমূহ দেখা যাবে?

উত্তরঃ নমুনা শব্দ বাটনে ক্লিক করুন। শত শত নমুনা শব্দের একটি তালিকা চলে আসবে। এই তালিকা থেকে যে কোন শব্দে ক্লিক করলে তালিকাটি চলে যাবে এবং সংশ্লিষ্ট লক্ষণসমূহ সমগ্র রেপার্টরি সার্স হয়ে বামপাশে তালিকায় দেখাবে।


৪. কিভাবে কোন রোগীর জন্য নির্বাচিত লক্ষণসমষ্টি থেকে সঠিক ঔষধ নির্বাচন করা যাবে?

উত্তরঃ বামপাশের তালিকা থেকে ইপ্সিত লক্ষণে (যে লক্ষণ আপনার রোগীতে আছে) ক্লিক করুন। এর পর দেখবেন লক্ষণটি নিচের ফাকা বক্সে চলে আসবে। এখন নিচ থেকে একটি লক্ষণ নির্বাচন বাটনে ক্লিক করুন। দেখবেন সেই লক্ষণটি ডানপাশের তালিকায় জমা হবে। (যে কোন নতুন রোগীর ঔষধ নির্বাচনের জন্য ক্লিপবোর্ডটি আগে খালি করে নিতে হবে। এ কাজের জন্য শুরতেই এই পেজের নিচে সর্বডানে সকল লক্ষণ মোছা বাটনে ক্লিক করুন।)

এ ভাবে এক এক করে রোগীর সংগৃহিত লক্ষণসমষ্টি থেকে সবগুলি লক্ষণ রেপার্টরি থেকে নির্বাচন করুন। নির্বাচিত সব লক্ষণ ডানপাশের তালিকায় দেখতে পাবেন। এখন নিচ থেকে ফলাফল বাটনে ক্লিক করুন। আপনার নির্বাচিত লক্ষণের মধ্যে সবচেয়ে বেশি লক্ষণ যে ঔষধটাতে আছে সেটা উপরে দেখতে পাবেন, পরের ঔষধগুলো ক্রমান্বয়ে নিচে দেখতে পাবেন। নির্বাচন আরও সঠিক করার জন্য সম্পূর্ণ ফল বাটনে ক্লিক করে পরবর্তি পেজে গিয়ে ফিল্টারিং করুন।


৫. কিভাবে কোন রোগীর জন্য নির্বাচিত লক্ষণসমষ্টি থেকে যে কোন লক্ষণ মুছে ফেলা যাবে ও অবশিষ্ট লক্ষণ থেকে ঔষধ নির্বাচন করা যাবে?

উত্তরঃ প্রথমে রোগীর নামে জমাকৃত লক্ষণের ফাইলটি ওপেন করতে হবে। এ কাজের জন্য রোগীরের তথ্য (কেস হিস্টরী) পেজে এসে রোগীদের তালিকা বাটনে ক্লিক করতে হবে। এর পর রোগীদের তালিকা থেকে নির্দিষ্ট রোগীর নাম নির্বাচন করতে হবে। (তালিকায় সেই রোগীর নামের উপর ক্লিক করলেই সেটি নির্বাচিত হবে।) এর পর বামপাশ থেকে রেপার্টরিকরণ (ঔষধ নির্বাচন) বাটনে ক্লিক করুন। এর পর ডানপাশ থেকে সরাসরি কেন্টের রেপার্টরি থেকে লক্ষণ বাছাই করে ঔষধ নির্বাচন বাটনে ক্লিক করুন। কেন্টের বাংলা রেপার্টরি পেজ ওপেন হবে। এই পেজের নিচের দিকে ডানপাশে … উপরের নামের ফাইলটি খুলুন বাটনে ক্লিক করুন। তাহলে এখানে আপনার পুরাতন রোগীর নামে সেভ করা সকল লক্ষণ দেখাবে। এখান থেকে যে লক্ষণটা মুছতে চান সেটার উপর ক্লিক করুন। এর পর নিচের থেকে নির্বাচিত একটি লক্ষণ মোছা বাটনে ক্লিক করতে হবে। সেই লক্ষণটি মুছে যাবে।

এখন নিচ থেকে ফলাফল বাটনে ক্লিক করুন। আপনার নির্বাচিত অবশিষ্ট লক্ষণের মধ্যে সবচেয়ে বেশি লক্ষণ যে ঔষধটাতে আছে সেটা উপরে দেখতে পাবেন, পরের ঔষধগুলো ক্রমান্বয়ে নিচে দেখতে পাবেন। নির্বাচন আরও সঠিক করার জন্য সম্পূর্ণ ফল বাটনে ক্লিক করে পরবর্তি পেজে গিয়ে ফিল্টারিং করুন।


৬. কোন রোগীর জন্য নির্বাচিত লক্ষণসমূহ কিভাবে রোগীর নামে সেভ করে রাখা যাবে?

উত্তরঃ লক্ষণ নির্বাচন শেষ হলে নিচের দিকে … নামে ফলাফল সেভ করুন বাটনে ক্লিক করুন। তাহলে রোগীর নামে ফলাফল সেভ হবে।


৭. কোন রোগীর নামে সেভ করা লক্ষণ কিভাবে ওপেন করে তা দেখা যাবে, পুরাতন যে কোন লক্ষণ মুছে নতুন লক্ষণ সংযোজন করা যাবে ও তার আলোকে ঔষধ নির্বাচন করা যাবে?

উত্তরঃ রোগীরের তথ্য (কেস হিস্টরী) পেজে এসে রোগীদের তালিকা বাটনে ক্লিক করতে হবে। এর পর রোগীদের তালিকা থেকে নির্দিষ্ট রোগীর নাম নির্বাচন করতে হবে। (তালিকায় সেই রোগীর নামের উপর ক্লিক করলেই সেটি নির্বাচিত হবে।) এখন সরাসরি ফিরে যাওয়া বাটনে ক্লিক করে সূচীপত্র পেজে চলে আসুন। এখান থেকে কেন্ট (বাংলা) বাটনে ক্লিক করুন। কেন্টের বাংলা রেপার্টরি পেজের নিচের দিকে … উপরের নামের ফাইলটি খুলুন বাটনে ক্লিক করুন। তখন নতুন একটা পেজে আপনার রোগীর নামে সেভকৃত লক্ষণগুলি দেখাবে। এখান থেকে উপরের লক্ষণগুলি ক্লিপবোডে পাঠান বাটনে ক্লিক করলে লক্ষণগুলি ক্লিপবোডে চলে আসবে । এখান থেকে যে লক্ষণটা মুছতে চান সেটার উপর ক্লিক করুন। এর পর নিচের থেকে নির্বাচিত একটি লক্ষণ মোছা বাটনে ক্লিক করতে হবে। সেই লক্ষণটি মুছে যাবে। এই ফাইলে নতুন যে কোন লক্ষণ সংযোজন করতে পারেন। তবে সব লক্ষণ সংযোজন শেষ হলে অবশ্যই …নামে ফলাফল সেভ করুন বাটনে ক্লিক করতে হবে।

এখন নিচ থেকে ফলাফল বাটনে ক্লিক করুন। আপনার নির্বাচিত লক্ষণের মধ্যে সবচেয়ে বেশি লক্ষণ যে ঔষধটাতে আছে সেটা উপরে দেখতে পাবেন, পরের ঔষধগুলো ক্রমান্বয়ে নিচে দেখতে পাবেন। নির্বাচন আরও সঠিক করার জন্য সম্পূর্ণ ফল বাটনে ক্লিক করে পরবর্তি পেজে গিয়ে ফিল্টারিং করুন।


৮. কোন রোগীর জন্য রেপার্টরি থেকে লক্ষণ নির্বাচন শেষ হলে যে ঔষধগুলো নির্বাচিত হবে সেগুলোর মধ্যে কোনটাতে আলোচ্য রোগীর কতটি লক্ষণ আছে তা কিভাবে দেখা যাবে?

উত্তরঃ সম্পূর্ণ ফল বাটনে ক্লিক করুন। নতুন একটা পেজ আসবে। এই পেজের বামপাশের নির্বাচিত ঔষধের নাম গ্রেডসহ দেখাবে এবং ডানপাশে উক্ত ঔষধের মধ্যে আলোচ্য রোগীর কতটি লক্ষণ আছে তা দেখা যাবে। তালিকা থেকে যে কোন ঔষধের উপর ক্লিক করলে সেই ঔষধের মধ্যে আলোচ্য রোগীর জন্য নির্বাচিত কতটি লক্ষণ আছে তা দেখা যাবে।


৯. কিভাবে নির্বাচিত ঔষধসমূহকে যে কোন ক্যাটাগরিতে (তরুন, ক্রণিক, গরমকাতর, শীতকাতর, সোরা, সিফিলিক.., ডান, বা, ,পুরুষ, স্ত্রী, পলিক্রেষ্ট, ননপলিক্রেষ্ট) ফিল্টারিং করা যাবে?

উত্তরঃ সম্পূর্ণ ফল বাটনে ক্লিক করুন। নতুন একটা পেজ আসবে। এই পেজের বামপাশের নির্বাচিত ঔষধের নাম গ্রেডসহ দেখাবে এবং ডানপাশে উক্ত ঔষধের মধ্যে আলোচ্য রোগীর কতটি লক্ষণ আছে তা দেখা যাবে।

পেজের নিচের দিকে ফিল্টার করার জন্য ৩০টি অপশান আছে। ফিল্টার করার জন্য প্রথমে রিসেট বাটনে ক্লিক করতে হবে। এর পর যে যে ক্যাটাগিরির ঔষধগুলি প্রদর্শন করতে চান সেই সেই ক্যাটাগরিতে টিক দিন। এরপর ফিল্টার করুন বাটনে চাপলে ফিল্টার হয়ে সেই ক্যাটাগরির ঔষধগুলি প্রদর্শিত হবে। উদাহরণ: প্রাথমিক নির্বাচিত ঔষধগুলি হতে ক্রণিক রোগে কার্যকর, গরমকাতর, এন্টিসোরিক ঔষধ প্রদর্শন করতে হলে নিচের অপশান থেকে ক্রণিক, গরমকাতর ও সোরিক অপশানে ক্লিক করে ফিল্টার করুন বাটনে ক্লিক করতে হবে।


১০. কিভাবে যে কোন ঔষধের সাধারণ পরিচিতি এক নজরে দেখা যাবে?

উত্তরঃ সম্পূর্ণ ফল বাটনে ক্লিক করুন। নতুন একটা পেজ আসবে। এই পেজের বামপাশের নির্বাচিত ঔষধের নাম গ্রেডসহ দেখাবে এবং ডানপাশে উক্ত ঔষধের মধ্যে আলোচ্য রোগীর কতটি লক্ষণ আছে তা দেখা যাবে।

পেজের উপরের দিকে ডানপাশে ঔষধটির সাধারণ পরিচিতি বাটনে ক্লিক করুন।


১১. লক্ষণ দেখার জন্য কিভাবে ফন্টের সাইজ ইচ্ছামত ছোট-বড় করা যাবে?

উত্তরঃ পেজের উপরের দিকে বামপাশে <ফন্ট> নামে একটি বাটন আছে। বাটনের বাম এরোতে ক্লিক করলে ফন্ট ২ সাইজ ছোট হবে, ডান এরোতে ক্লিক করলে ফন্ট ২ সাইজ বড় হবে।

১২. কেন্টের রেপার্টরি পেজ ব্যবহার করে কিভাবে সার্বদৈহিক লক্ষণসহ ধাতুপ্রকৃতি, মায়াজমঘটিত ও কারণঘটিত লক্ষণ বের করা যাবে?

উত্তরঃ পেজের উপরের দিকে ডানপাশে অন্যান্য নামে একটি বাটন আছে। এই বাটনে ক্লিক করলে নতুন একগুচ্ছ বাটন ওপেন হবে। এখান থেকে প্রয়োজনীয় বাটনে ক্লিক করলে ইপ্সিত লক্ষণগুলি পাওয়া যাবে। আবার উপরের দিকে ডানপাশে ok নামে বাটনে ক্লিক করলে বাটনের গুচ্ছ চলে যাবে এবং কেন্টের রেপার্টরির নিজস্ব অধ্যায়গুলি দেখাবে।


১৩. একটি নির্দিষ্ট লক্ষণকে আবশ্যিকভাবে রেখে অন্যান্য আনুষঙ্গিক লক্ষণ নিয়ে ঔষধ নির্বাচন করতে হলে কী করতে হবে?

উত্তরঃ প্রথমে আবশ্যিক লক্ষণসহ সকল আনুষঙ্গিক লক্ষণ নির্বাচন করুন। এর পর বামপাশের নিচ থেকে লক্ষণের প্রবলতা নির্ধারণ বাটনে ক্লিক করুন। এরপর ডানপাশের ক্লিপবোডে জমাকৃত লক্ষণের তালিকা থেকে যে লক্ষণটি আবশ্যিক হিসেবে রাখতে চান তার উপর ক্লিক করুন। এর পর পেজের মাঝ বরাবর যে খয়েরী রঙের বড় বাটন আছে তাতে ক্লিক করুন। এখন এই বাটনের উপর থেকে ফলাফল বাটনে ক্লিক করুন। তাহলে ডানপাশে সর্বোচ্চ গ্রেডযুক্ত ঔষধগুলি দেখতে পাবেন যাদের মধ্যে আবশ্যিক লক্ষণটি আছে।