logo হিকমাসফট সমবায় সমিতি লিঃ

আবাদেরহাট, সাতক্ষীরা।। স্থাপিতঃ ২০১৭

Online Credit Management System

সমিতির মূল কার্যক্রমঃ

  • ক) পুঁজি গঠনকল্পে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করা।
  • খ) সদস্য কে আর্থিক সহায়তা দানের জন্য ঋণের ব্যবস্থা করা।
  • গ) সদস্যদের কে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা।
  • ঘ) আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে সদস্যদের ক্ষমতায়ন নিশ্চিত করা।
  • ঙ) বেকারত্ব দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন করা।
  • চ) কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আয় বৃদ্ধির জন্য পেশা ভিত্তিক অর্থকরী বাণিজ্যিক ও উন্নয়নমূলক প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়ন করা।
  • ছ) সদস্যগণের সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে তহবিল সৃষ্টি করা এবং উক্ত তহবিল পূনরায় সদস্যগণের মাঝে ঋণ প্রদান ও বিনিয়োগ করা।
  • জ) নারী সমাজের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

পটভূমি

২০১২ সালের অক্টোবর মাসের প্রথম দিকে আদর্শ সদর উপজেলাধীন কালির বাজার এলাকার গ্রামের কিছু উদ্যোগী তরুন নিয়ে “নূর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি” নামে আমাদের সংগঠনের পথচলা শুরু হয়। শুরুতে সমিতির সদস্য সংখ্যা ছিল মাত্র ২০ জন। ম‚লধনের পরিমাণ ছিল মাত্র ১,০০,০০০/-টাকা। পরবর্তীতে কার্যক্রম বৃদ্ধি পেলে সংগঠনটি সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়। জেলা সমবায় কার্যালয়, কুমিল্লা থেকে আমাদের সংগঠনটি “নূর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ” নামে নিবন্ধন লাভ করে। যাহার নিবন্ধন নং- ২০৬, তারিখ-২১/১১/২০১২ খ্রি.। নিবন্ধনের লাভের পরপর সমিতির কার্যক্রম স¤প্রসারিত হতে থাকে। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা প্রায় ৪০০ জন। বর্তমানে সমিতিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ০৩ জন। বর্তমানে সমিতির কার্যক্রম সমগ্র আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার মধ্যে সীমাবদ্ধ। সমিতির ব্যবস্থাপনা কমিটি ও কর্মকতা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের সমিতিটি বর্তমানে সদর উপজেলার অন্যতম সফল সমবায় সমিতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের সমিতিটি সদস্যদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য উৎপাদনম‚লক কাজে ক্ষুদ্র ঋণ প্রদানের পাশাপাশি আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সিএনজি, পরিবহন খাতে ঋণ প্রদান করা হচ্ছে। ফলে ইতিমধ্যে সমিতির অনেক সদস্যের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমাদের এই পথ চলায় উপজেলা ও জেলা সমবায় কার্যালয়ের তদারকি ও পরামর্শ এবং সদস্যদের উৎসাহ আমাদেরকে অনুপ্রানিত করিতেছে। বর্তমানে আমাদের সমিতিটির হিসাব অন-লাইনে সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে। ফলে সমিতির সদস্যরা যেকোন সময়ে তাহাদের সর্বশেষ হিসাব মুহুর্তে জানতে পারে। এতে সমিতির কার্যক্রমে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি স্বল্প সময়ে সমিতির হিসাব সংরক্ষণ করা সম্ভব হচ্ছে।

Member Login

 

স্টাফ লগইন

এডমিন লগইন

গুগল ম্যাপে আমাদের অবস্থান