Making Software, Making Life Easy
হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা
• চিকিত্সকের চেম্বারে কোন কোন শক্তির কি কি ঔষধ আছে তা জানা যাবে।
• চিকিত্সকের নিত্য ব্যবহার্য ঔষধগুলির মধ্যে কোনটির কোন কোন শক্তি চেম্বারে নেই তা জানা যাবে।
উত্তরঃ স্টক ব্যবস্থাপনা পেজে প্রায় সকল ঔষধের প্রয়োজনীয় সকল শক্তিই ডিফল্ট আকারে দেয়া আছে। এখন আপনার প্রাথমিক কাজ হলো বামপাশের তালিকা থেকে প্রতিটি ঔষধ প্রদর্শন করে তার যেসব শক্তি স্টকে নেই তা মুছে দেয়া। এ কাজ করার জন্য পেজের উপরের দিকে অনেকগুলি বাটন আছে। প্রয়োজনীয় বাটনে (Delete Q/Delete X Pot/ Delete C Pot/ Delete LM Pot) ক্লিক করলে সেই শক্তিগুলি মুছে যাবে। প্রয়োজনে ভিন্ন শক্তি সংশ্লিষ্ট বক্সে টাইপ করে সংযোজন করতে পারেন।
এভাবে ডাটা সংযোজন ও বিয়োজন শেষ করে Show All বাটনে ক্লিক করলে চেম্বারে কোন কোন শক্তির কি কি ঔষধ আছে তা জানা যাবে।
২. চিকিত্সকের নিত্য ব্যবহার্য ঔষধগুলির মধ্যে কোনটির কোন কোন শক্তি চেম্বারে
নেই তা কিভাবে জানা যাবে?
উত্তরঃ স্টক ব্যবস্থাপনা পেজে ঔষধের তালিকা থেকে যে ঔষধটি আপনি কমন (প্রায়ই ব্যবহৃত) হিসেবে রাখতে চাচ্ছেন সেটা নির্বাচন করে পেজের বামপাশে উপর থেকে Mark as Common বাটনে ক্লিক করুন। এভাবে সকল কমন ঔষধগুলি নির্বাচন করার পরে সেটার শক্তিগুলি সংযোজন/ বিয়োজন করুন। সবশেষে Show Common বাটনে ক্লিক করুন। তাহলে যে কমন ঔষধগুলি চেম্বারে আছে তা জানা যাবে। আবার Show Common Not in Stock বাটনে ক্লিক করলে যে কমন ঔষধগুলি চেম্বারে নেই তা জানা যাবে।