Making Software, Making Life Easy
হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা
• সফটওয়ারটিতে কেন্ট, বোরিক ও সুসলারের বাংলা রেপার্টরি থাকা সত্ত্বেও এই পেজ ববহার করে কেন্ট, বোরিক ও ন্যাশের ইংরেজি রেপার্টরি পুস্তক আকারে দেখা যাবে।
রেপার্টরী পেজটি কিভাবে ব্যবহার করতে হয়?
উত্তরঃ পেজটিতে কেন্ট, বোরিক ও ন্যাশের ইংরেজি রেপার্টরির জন্য পৃথক লিঙ্ক দেয়া আছে। যে লিঙ্কে ক্লিক করা হবে সেই রেপার্টরিটির অধ্যায়গুলি দেখা যাবে। কোন অধ্যায়ে পূনরায় ক্লিক করলে সেই অধ্যায়ের সকল লক্ষণ দেখা যাবে।