Making Software, Making Life Easy
হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা
• ডি.এইচ.এম.এস কোর্সের সকল ঔষধের চরিত্রগত লক্ষণ, শক্তি, ক্রিয়াকাল, ক্রিয়াস্থল, সাদৃশ্য, অনুপূরক, অনিষ্টকারক, ক্রিয়ানাশক জানা যাবে।
• যে কোন ঔষধের নাম নির্বাচন করে ঔষধের উপর ক্লিক করলে ঔষধটি কোন কোন রোগে কোন কোন লক্ষণে সাধারণতঃ ব্যবহৃত হয় তা জানা যাবে।
• সার্স বক্সে যে কোন রোগের নাম লিখে সার্স করলে রোগটি কোন কোন ঔষধে কোন লক্ষণে চিকিৎসা করা যায় তা জানা যাবে।
• বিশেষ বিশেষ অঙ্গে ক্রিয়াশীল ঔষধগুলি সহজেই সার্স করে বের করা যাবে। (যেমন-ফুসফুসে ক্রিয়াশীল সকল ঔষধ)
১. ডি.এইচ.এম.এস কোর্সের সকল ঔষধের চরিত্রগত লক্ষণ, শক্তি, ক্রিয়াকাল, ক্রিয়াস্থল, সাদৃশ্য, অনুপূরক, অনিষ্টকারক, ক্রিয়ানাশক কিভাবে জানা যাবে?
উত্তরঃ পেজের উপরের দিকে মাঝ বরাবর ঔষধের নাম নামক একটি খয়েরী রঙের বক্স আছে। এই বক্সে ঔষধের নাম লিখুন অথবা এই বক্সের ডানপাশের ছোট এরো বাটনে ক্লিক করলে সকল ঔষধের নাম দেখাবে। এখান থেকে যে কোন ঔষধের নামে ক্লিক করলে (সেটি যদি ডি.এইচ.এম.এস কোর্সের হয়) সেই ঔষধের চরিত্রগত লক্ষণ, শক্তি, ক্রিয়াকাল, ক্রিয়াস্থল, সাদৃশ্য, অনুপূরক, অনিষ্টকারক, ক্রিয়ানাশক দেখা যাবে।
২. কিভাবে বিশেষ বিশেষ অঙ্গে ক্রিয়াশীল ঔষধগুলি সহজেই সার্স করে বের করা যাবে?
উত্তরঃ পেজের উপরের দিকে মাঝ বরাবর ক্রিয়াস্থল-১, ক্রিয়াস্থল-২
নামক একটি হলুদ রঙের ২টি বক্স আছে। এই বক্সের যে কোন একটি বা দুটিতে ক্রিয়াস্থল
টাইপ করার পরে ওকে করলে সাথে সাথে সেই সেই অঙ্গে ক্রিয়াশীল ঔষধগুলি দেখা যাবে।
উদাহরণ: ক্রিয়াস্থল-১ বক্সে টাইপ করলাম চর্ম এবং ক্রিয়াস্থল-২ বক্সে টাইপ করলাম
ফুসফুস। এখন ওকে করলে এই উভয় অঙ্গে প্রধান ক্রিয়াশীল ঔষধগুলি ডানপাশের তালিকায়
দেখা যাবে।