Making Software, Making Life Easy
হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা
• এই পেজে সকল রোগকে ২৬ টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। যে কোন অধ্যায়ে ক্লিক করলে সংশ্লিষ্ট সকল রোগের নাম দেখা যাবে। যে কোন রোগের নামে ক্লিক করে সেই রোগের চিকিত্সা ব্যবস্থা জানা যাবে।
• এখানে যে কোন সাধারণ(কমন) রোগের চিকিত্সার ক্ষেত্রে রোগটির পরিচিতি, সেই রোগের ৫/১০ টি প্রধান ঔষধের লক্ষণসহ সেবনের নিয়ম, পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা দেয়া আছে। কোন কোন ক্ষেত্রে রোগটি চিকিত্সার ক্ষেত্রে কিছু অব্যর্থ ঔষধ লক্ষণসহ দেয়া আছে।
• রোগের তালিকা (৫৫০টি রোগ) থেকে যে কোন রোগ নির্বাচন করে বা বাংলায় টাইপ করে তার চিকিত্সা ব্যবস্থা জানা যাবে।
• তালিকায় যে কোন নতুন রোগের নাম, তার বিস্তারিত চিকিত্সা ব্যবস্থাসহ সংযোজন করা যাবে। এটা পরে নিজের কাজে ব্যবহার করা যাবে।
• তালিকা থেকে যে কোন রোগের চিকিত্সা ব্যবস্থা মুছে ফেলা যাবে।
• তালিকায় যেখানে অসম্পূর্ণ চিকিত্সা ব্যবস্থা দেয়া আছে সেখানে ইচ্ছামত নতুন তথ্য সংযোজন করা যাবে।
১. এই পেজ ব্যবহার করে কিভাবে কোন রোগের চিকিত্সা করা যায়?
উত্তর: এই পেজে সকল রোগকে ২৬ টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। যে কোন অধ্যায়ে ক্লিক করলে সংশ্লিষ্ট সকল রোগের নাম দেখা যাবে। যে কোন রোগের নামে ক্লিক করে সেই রোগের চিকিত্সা ব্যবস্থা জানা যাবে।
২. এই পেজ ব্যবহার করে কিভাবে কোন সাধারণ (কমন) রোগের চিকিত্সার ক্ষেত্রে
রোগটির পরিচিতি, ঔষধের লক্ষণসহ সেবনের নিয়ম, পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা জানা যাবে?
উত্তর: এই পেজে সকল রোগকে ২৬ টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। যে কোন অধ্যায়ে ক্লিক করলে সংশ্লিষ্ট সকল রোগের নাম দেখা যাবে। যে কোন রোগের নামে ক্লিক করে সেই রোগের চিকিত্সা ব্যবস্থা জানা যাবে। অথবা পেজের উপরের দিকে রোগের তালিকা (৫৫০টি রোগ) থেকে (রোগের নাম বক্স থেকে) যে কোন রোগ নির্বাচন করে বা বাংলায় টাইপ করে তার চিকিত্সা ব্যবস্থা জানা যাবে। পেজের বামপাশে রোগটির পরিচিতি, মাঝখানে ঔষধের লক্ষণসহ সেবনের নিয়ম এবং ডানপাশে পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা দেখা যাবে।
কোন কোন ক্ষেত্রে রোগটি চিকিত্সার ক্ষেত্রে কিছু অব্যর্থ ঔষধ লক্ষণসহ দেয়া আছে।
৩. তালিকায় কিভাবে কোন নতুন রোগের নাম, তার বিস্তারিত চিকিত্সা ব্যবস্থাসহ
সংযোজন করা যাবে যাতে এটা পরে নিজের কাজে ব্যবহার করা যায়?
উত্তরঃ পেজের উপরের দিকে ডানপাশ থেকে হলুদ রঙের Add New বাটনে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো ওপেন হবে। এখানে পর পর ৩ টি ফাকা বক্স দেখতে পাবেন। প্রথম বক্সে রোগটির পরিচিতি লিখুন, দ্বিতীয় বক্সে ঔষধের লক্ষণসহ সেবনের নিয়ম লিখুন এবং তৃতীয় বক্সে পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা লিখুন। সব লেখা শেষ হলে নিচ থেকে OK বাটনে ক্লিক করুন।
৪. তালিকা থেকে কিভাবে কোন রোগের চিকিত্সা ব্যবস্থা মুছে ফেলা যাবে?
উত্তরঃ প্রথমে তালিকা থেকে কোন রোগের নাম নির্বাচন করুন। এর পর পেজের উপরের দিকে ডানপাশ থেকে Delete বাটনে ক্লিক করুন। এর পর একটি ড্য়ালগ বক্স আসবে। মুছতে চাইলে Yes , না চাইলে No তে ক্লিক করুন।
৫. তালিকায় যেখানে অসম্পূর্ণ চিকিত্সা ব্যবস্থা দেয়া আছে সেখানে কিভাবে
ইচ্ছামত নতুন তথ্য সংযোজন করা যাবে?
উত্তরঃ যে রোগের তথ্য সংযোজন করতে চান প্রথমে তালিকা থেকে সেই রোগের নাম নির্বাচন করুন। এর পর পেজের উপরের দিকে ডানপাশ থেকে Update বাটনে ক্লিক করুন। এখন আপনি ইচ্ছা করলে অসম্পূর্ণ বক্সে টাইপ করে নতুন ডাটা সংযোজন করতে পারবেন।