logo Hikmasoft Ltd

Making Software, Making Life Easy

হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা

আধুনিক পদ্ধতিতে ঔষধ নির্বাচন ব্যবহার নির্দেশিকা

organon

 

এই পেজ থেকে যা করা যাবে-

• ডাঃ রবিন মার্ফির রেপার্টরির আলোকে কেন্টের রেপারটরিকে ৭৩টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। এখানে যে কোন অধ্যায়ের উপর ক্লিক করলে সংশ্লিষ্ট সকল লক্ষণ দেখা যাবে।

• কোন অধ্যায়ের লক্ষণের তালিকা থেকে সংশ্লিষ্ট যে কোন লক্ষণ সার্স করে পাওয়া যাবে।

• প্রদর্শিত লক্ষণসমষ্টি থেকে কোন রোগীর জন্য এক বা একাধিক লক্ষণ নির্বাচন করা যাবে।

• কোন রোগীর জন্য নির্বাচিত লক্ষণসমষ্টি থেকে সঠিক ঔষধ নির্বাচন করা যাবে।

• কোন রোগীর জন্য রেপার্টরি থেকে লক্ষণ নির্বাচন শেষ হলে যে ঔষধগুলো নির্বাচিত হবে সেগুলোর মধ্যে কোনটাতে আলোচ্য রোগীর কতটি লক্ষণ আছে তা দেখা যাবে। (ফিল্টারিং পেজ থেকে)

• নির্বাচিত ঔষধসমূহকে যে কোন ক্যাটাগরিতে (তরুন, ক্রণিক, গরমকাতর, শীতকাতর, সোরা, সিফিলিক.., ডান, বা, ,পুরুষ, স্ত্রী, পলিক্রেষ্ট, ননপলিক্রেষ্ট) ফিল্টারিং করা যাবে। (ফিল্টারিং পেজ থেকে)

• যে কোন ঔষধের সাধারণ পরিচিতি এক নজরে দেখা যাবে। (ফিল্টারিং পেজ থেকে)

• লক্ষণ দেখার জন্য ফন্টের সাইজ ছোট-বড় করা যাবে।

• প্রতিটি লক্ষণের শেষে ঔষধের সংখ্যা লেখা আছে যা দেখলে বোঝা যায় লক্ষণটি রেপার্টরিতে কতটি ঔষধের মধ্যে আছে।

আধুনিক পদ্ধতিতে ঔষধ নির্বাচন পেজটি ব্যবহারের পদ্ধতি

ডাঃ রবিন মার্ফির রেপার্টরির আলোকে কেন্টের রেপার্টরিকে ৭৩টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। এখানে যে কোন অধ্যায়ের উপর ক্লিক করলে সংশ্লিষ্ট সকল লক্ষণ নতুন একটি পেজে দেখা যাবে। এই নতুন পেজটি ব্যবহারের পদ্ধতি কেন্টের বাংলা রেপার্টরি পেজের অনুরূপ। মূল যে পেজে ৭৩টি বাটন আছে তার বামপাশে ও নিচে আরও ১৯টি বাটন আছে। এই বাটনগুলিতে ক্লিক করে মানবদেহের বিভিন্ন অঙ্গের ছবি দেখা যাবে। এছাড়া এই পেজের উপরের বামকোনে লিস্ট বক্স থেকে বাংলায় বর্ণক্রমানুসারে ৭৩টি অধ্যায়ের যে কোন অধ্যায়কে দেখা যাবে। সেই অধ্যায়ের উপর ক্লিক করলে সংশ্লিষ্ট সকল লক্ষণ নতুন একটি পেজে দেখা যাবে। যে কোন রোগের চিকিত্সার জন্য আনুষঙ্গিক অনেক লক্ষণ প্রয়োজন হতে পারে। সেই লক্ষণগুলি এই নতুন পেজ থেকে সহজেই দেখা যাবে পেজের উপরের বাটনগুলিতে ক্লিক করে।