logo Hikmasoft Ltd

Making Software, Making Life Easy

হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা

মায়াজম নির্বাচন ব্যবহার নির্দেশিকা

organon

 

organon

 

organon

এই পেজ থেকে যা করা যাবে-

• রোগীর মধ্যে কোন মায়াজম ক্রিয়াশীল তা জানা যাবে।

• রোগীর মধ্যে কোন মায়াজমের কোন কোন লক্ষণ ক্রিয়াশীল তা জানা যাবে।

• বিভিন্ন ক্যাটাগরিতে ২২৮ টি মায়াজমভিত্তিক লক্ষণ নির্বাচনের মাধ্যমে সঠিক মায়াজম ও একই সাথে উক্ত মায়াজমিক ঔষধ নির্ণয় করা যাবে।

মায়াজম নির্বাচন পেজটি ব্যবহারের পদ্ধতি

১. রোগীর মধ্যে কোন মায়াজম ক্রিয়াশীল তা কিভাবে জানা যাবে?


উত্তরঃ মায়াজম নির্বাচনের জন্য একই ধরণের ৩টি পেজ আছে। এই পেজগুলিতে সর্বমোট ২১৮ টি লক্ষণ আছে। লক্ষণগুলিকে কেস টেকিং ফরমের মত সাজানো হয়েছে। প্রতিটি লক্ষণের সামনে একটি করে চেকবক্স আছে। এই চেকবক্সে ক্লিক করলে উক্ত লক্ষণটি নির্বাচিত হবে এবং চেকবক্সে টিক চিহ্ন দেখাবে। এভাবে রোগীর মধ্যে বিদ্যমান সবগুলি লক্ষণ নির্বাচন করার পরে উক্ত পেজ থেকে ফলাফল বাটনে চাপ দিলে নির্বাচিত লক্ষণের ঔষধগুলি দেখা যাবে। আবার এখান (ফলাফল পেজের নিচের দিকে) থেকে মায়াজম বাটনে চাপ দিলে নির্বাচিত লক্ষণের মধ্যে কোন মায়াজম কতটি তা দেখাবে। এখান থেকে সহজেই রোগীর মধ্যে কোন মায়াজম কতটি তা জানা যাবে। শুধু তাই নয়, এখানে যে নতুন Miasm Result এর পেজ আসবে সেই পেজ থেকে যে মায়াজমের প্রাধান্য বেশি সেই মায়াজমের এন্টিমায়াজমিক বাটনে ক্লিক করলে উক্ত মায়াজমিক সকল ঔষধ গ্রেডসহ দেখাবে। যেমন- মায়াজম নির্বাচনের পেজ থেকে প্রয়োজনীয় লক্ষণগুলি নির্বাচন করুন> পেজের উপরের দিকে ফলাফল দেখান নামক বাটনে ক্লিক করুন >পেজের নিচ থেকে মায়াজম বাটনে ক্লিক করুন > পেজের উপরে বামপাশে হলুদ বক্সে মায়াজমের ফলাফল দেখুন> ধরা যাক সাইকোসিসের পয়েন্ট সবচেয়ে বেশি, তাহলে এন্টিসাইকোটিক সাধারণ বা এন্টিসাইকোটিক সুগভীর বাটনে ক্লিক করুন> এর পরে এর নিচের ফলাফল বাটনে ২ বার ক্লিক করুন> দেখবেন ডানপাশে এন্টিসাইকোটিক ঔষধগুলি গ্রেডসহ দেখাচ্ছে, এখান থেকে যে কোন ঔষধে ক্লিক করলে বামপাশে উক্ত ঔষধের লক্ষণগুলি (যা পূর্বেই নির্বাচিত) দেখা যাবে।


এভাবে এই পেজ থেকে মায়াজমসহ সাদৃশ্য লক্ষনযুক্ত ঔষধ নির্বাচন করা যাবে।


তবে মায়াজম নির্বাচন করার আগে অবশ্যই কেস টেকিং ফরমের মায়াজম অংশটি (১৩, ১৪ ও ১৫ নং ফর্ম) রোগীর মাধ্যমে পূরণ করে নিতে হবে।


২. রোগীর মধ্যে কোন মায়াজমের কোন কোন লক্ষণ ক্রিয়াশীল তা কিভাবে জানা যাবে?


উত্তরঃ মায়াজম পেজ থেকে ফলাফল বাটনে চাপ দিলে নির্বাচিত লক্ষণের ঔষধগুলি দেখা যাবে। আবার এখান (ফলাফল পেজের নিচের দিকে) থেকে মায়াজম বাটনে চাপ দিলে নির্বাচিত লক্ষণের মধ্যে কোন মায়াজম কতটি তা Miasm Result নামক অংশে দেখাবে। Miasm Result এর নিচে বিস্তারিত বাটনে চাপ দিলে নতুন একটা পেজ আসবে। এই পেজের উপরের দিকে মায়াজমগুলির নাম ও নিচে সেই মায়াজমের কোন কোন লক্ষণ ক্রিয়াশীল তা জানা যাবে।