logo Hikmasoft Ltd

Making Software, Making Life Easy

হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা

মেটেরিয়া মেডিকা ব্যবহার নির্দেশিকা

organon

 

organon

এই পেজ থেকে যা করা যাবে-

• সফটওয়ারটিতে ৩টি ইংরেজি মেটেরিয়া মেডিকা ছাড়াও একটি বাংলা কাস্টমাইজড মেটেরিয়া মেডিকা রাখা হয়েছে।

• এই মেটেরিয়া মেডিকাতে প্রায় ১০০০ ঔষধের নাম থাকলেও অগ্রাধিকার ভিত্তিতে ডিএইচ.এম.এস কোর্সের ঔষধগুলির ডাটা সংযোজন করা হয়েছে। সেখান থেকে ঔষধগুলি প্রধানত কোন কোন রোগে কোন লক্ষণে ব্যবহৃত হয়, ঔষধটির বাংলা নাম, প্রতিশব্দ, উত্স, প্রুভার, প্রস্তুত প্রণালী, ক্রিয়াস্থল, প্রয়োগক্ষেত্র, মানসিক লক্ষণ, চরিত্রগত লক্ষণ, হ্রাস-বৃদিধ, অনুপূরক, ক্রিয়ানাশক, ক্রিয়াকাল প্রভৃতি স্থান পেয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন ঔষধের ডাটা সংযোজন করা হচ্ছে।

• এই পেজের বামপাশের ক্যাটাগরিভিত্তিক যে কোন বাটনে ক্লিক করলে সংশ্ষ্টি ঔষধের একটি তালিকা চলে আসবে। সেই তালিকার যে কেন ঔষধে ক্লিক করলে সেই ঔষধটি মেটেরিয়া মেডিকা আকারে দেখা যাবে। ৪৩ টি ক্যাটাগরিতে ঔষধগুলি দেখার ব্যবস্থা করা হয়েছে।

• মেটেরিয়া মেডিকাতে যেসব ঔষধের ডাটা এন্টি করা নেই সেগুলো নিজেই এন্ট্রি করার ব্যবস্থা রাখা হয়েছে।

• প্রয়োজনে কোন মেডিসিন ডিলিট করা যাবে বা নতুন মেডিসিন সংযোজন করা যাবে।

মেটেরিয়া মেডিকা পেজটি ব্যবহারের পদ্ধতি

১. মেটেরিয়া মেডিকা পেজ থেকে কিভাবে কোন ঔষধের বাংলা নাম, প্রতিশব্দ, উত্স, প্রুভার, প্রস্তুত প্রণালী, ক্রিয়াস্থল, প্রয়োগক্ষেত্র, মানসিক লক্ষণ, চরিত্রগত লক্ষণ, হ্রাস-বৃদিধ, অনুপূরক, ক্রিয়ানাশক, ক্রিয়াকাল জানা যাবে?


উত্তরঃ পেজের উপরের দিকে ঔষধের নামের একটি লিষ্টবক্স আছে। এই বক্সে ক্লিক করে যে কোন ঔষধ নির্বাচন করুন। দেখবেন ঔষধটি এন্ট্রি থাকলে তার বাংলা নাম, প্রতিশব্দ, উত্স, প্রুভার, প্রস্তুত প্রণালী, ক্রিয়াস্থল, প্রয়োগক্ষেত্র, মানসিক লক্ষণ, চরিত্রগত লক্ষণ, হ্রাস-বৃদিধ, অনুপূরক, ক্রিয়ানাশক, ক্রিয়াকাল দেখা যাবে।

এছাড়া এই পেজের বামপাশের ক্যাটাগরিভিত্তিক যে কোন বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট ঔষধের একটি তালিকা চলে আসবে। সেই তালিকার যে কোন ঔষধে ক্লিক করলে সেই ঔষধটি মেটেরিয়া মেডিকা আকারে দেখা যাবে। ৪৩ টি ক্যাটাগরিতে ঔষধগুলি দেখার ব্যবস্থা করা হয়েছে।


২. মেটেরিয়া মেডিকাতে যেসব ঔষধের ডাটা এন্টি করা নেই সেগুলো কিভাবে এন্ট্রি করা যাবে?


উত্তরঃ এমএস ওয়ার্ডে আগেই কোন ঔষধের বিস্তারিত তথ্য এন্ট্রি করে রাখুন। এখন দেখবেন পেজের উপরের দিকে ঔষধের নামের একটি লিষ্টবক্স আছে। এই বক্সে ক্লিক করে যে কোন ঔষধ নির্বাচন করুন। এখন পেজের উপর থেকে Edit This Remedy বাটনে ক্লিক করুন। এর পর একটি ডায়ালগ বক্স আসলে Yes বাটনে ক্লিক করুন। খালি বক্সে ঔষধের তথ্যগুলি পেষ্ট করুন যা আগেই এমএস ওয়াডে তৈরী করা আছে।


৩. কিভাবে কোন মেডিসিন ডিলিট করা যাবে বা নতুন মেডিসিন সংযোজন করা যাবে?


উত্তরঃ কোন মেডিসিন ডিলিট করতে Delete বাটনে ক্লিক করুন।

নতুন মেডিসিন সংযোজন করতে Add New Remedy বাটনে ক্লিক করুন। এর পর নতুন খালি বক্সে প্রয়োজনীয় তথ্য দিন।