logo Hikmasoft Ltd

Making Software, Making Life Easy

হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা

ইনস্টল সংক্রান্ত সমস্যা ও সমাধান

১. আমার কম্পিউারে কোনভাবেই হোমিও বাংলা সফটওয়ার ইনস্টল করতে পারছি না।

সমাধান: আপনার কম্পিউটারে সম্ভবত ডি (D) ড্রাইভটা নেই। কিংবা ডি ড্রাইভটা (D) সিডি/ডিভিডি ড্রাইভ হিসেবে আছে। তাই নতুন করে ডি ড্রাইভ (D) তৈরী করে নিন। অথবা অন্য ড্রাইভের নাম পরিবর্তন করে ডি (D) রাখুন।


২. কিভাবে কোন ড্রাইভের নাম পরিবর্তন করা যায়?

সমাধান: ডেস্কটপ থেকে My Computer এ্রর উপর রাইট ক্লিক করুন। এর পর Manage এ ক্লিক করলে নিচের মত চিত্র দেখতে পাবেন।

organon


এখান থেকে Disk Management এর উপর ক্লিক করুন। দেখবেন ডানপাশে সকল ড্রাইভের নাম দেখা যাবে। যে ড্রাইভটির নাম পরিবর্তন করতে চান তার উপর রাইট ক্লিক করুন। এরপর Change Drive Letter and Paths এ ক্লিক করুন। এখান থেকে Change এ ক্লিক করে যে কোন লিটার চয়েজ করুন।


৩. সফটওয়ারটি ইনস্টল করার পরেও ডেস্কটপ থেকে হোমিও বাংলা সফটওয়ারটি ওপেন করতে গেলে এরর দেখাচ্ছে।

সমাধান: সফটওয়ারের ডিস্ক থেকে Homeo Bangla Software.msi নামের প্যাকেজ ফাইলটি ইনস্টল করার পরে আরও কাজ বাকী থাকে। সেটা হচ্ছে D:\Homeo Bangla Software\Data Setup ফোল্ডার থেকে ডাটা সেটাপ দেয়া। এই ফোল্ডারে গিয়ে কম্পিউটারের চিহ্নযুক্ত setup.exe ফাইলের উপর ডবল ক্লিক করে ডাটা সেটাপ দিতে হবে।

organon


ডাটা সেটাপ সফলভাবে সম্পন্ন হলে হোমিও বাংলা সফটওয়ারটি সঠিকভাবে কাজ করবে।

৪. আমি কয়েক বছর পূরবে Homeo Bangla Software টি ক্রয় করেছিলাম। সম্প্রতি ইন্টারনেট থেকে আপডেট নেয়ার পরে সফটওয়ারটির কোন কোন পেজ ওপেন করলে এরর দেখাচ্ছে।


সমাধান: আপনি যে সময় সফটওয়ারটি নিয়েছিলেন সে সময় ঐ সফটওয়ারে কিছু সিস্টেম ফাইল ছিল না যা বর্তমান ভার্সানে যোগ করা হয়েছে। তাই এগুলো পাওয়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন। এবং datasetup.zip নামের জিপ ফাইলটি আনজিপ করে ইনস্টল করুন। দেখবেন আর কোন সমস্যা নেই।

http://www.mokhlesbd.com/download/datasetup.zip