logo Hikmasoft Ltd

Making Software, Making Life Easy

হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা

ফন্ট সংক্রান্ত সমস্যা ও সমাধান

 

হোমিও বাংলা সফটওয়ার ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে বিজয় বায়ান্নো ফন্ট সফটওয়ার ইনস্টল থাকতে হবে।

১। আমার কম্পিউটারে হোমিও বাংলা সফটওয়ার ইনস্টল করার পরে কোন বাংলা লেখা পড়া যাচ্ছে না।

সমাধান: সফটওয়ারটি সঠিকভাবে ইনস্টল হলে বাংলা লেখা অবশ্যই পড়া যাবে। তারপরও অজ্ঞাত কোন কারণে যদি বাংলা লেখা পড়া না যায় তবে নিম্নের ধাপ অনুসরণ করুন:

D:\Homeo Bangla Software\Font

উপরের ফোল্ডারটি ওপেন করুন। দেখবেন এই ফোল্ডারের মধ্যে ৪টি ফন্ট ফাইল (SutonnyMJ-Italic.ttf, RINKC__.TTF…..) আছে। ফন্টগুলি কপি করে নিচের ফোল্ডারে পেষ্ট করুন:
C:\Windows\Fonts [যদি C ড্রাইভে উইন্ডোজ সেটাপ দেয়া থাকে]

[D ড্রাইভে উইন্ডোজ সেটাপ দেয়া থাকলে ফন্ট ফোল্ডারের ঠিকানা হবে D:\Windows\Fonts ]

দেখবেন বাংলা ফন্টে আর কোন সমস্যা নেই।

২। আমার কম্পিউটারে হোমিও বাংলা সফটওয়ারটিতে বাংলা লেখা দেখা গেলেও কিছু কিছু যুক্তাক্ষর বোঝা যাচ্ছে না। সার্স করার সময়ও যুক্তাক্ষর লেখা যাচ্ছে না।

সমাধান: আপনার কম্পিউটারে বিজয় বাংলা পুরাতন ফন্ট ইনস্টল করা আছে। সেক্ষেত্রে সমাধান হলো-

C:\Windows\Fonts ফোল্ডারটি ওপেন করুন। এখান থেকে SutonnyMJ নামের সবগুলি ফন্ট মুছে ফেলুন/ডিলিট করুন। এখন D:\Homeo Bangla Software\Font ফোল্ডার থেকে ৪টি ফন্ট ফাইল (SutonnyMJ-Italic.ttf, RINKC__.TTF…..) কপি করে নিচের ফোল্ডারে পেষ্ট করুন:

C:\Windows\Fonts

দেখবেন বাংলা ফন্টে আর কোন সমস্যা নেই। যুক্তাক্ষরেও সমস্যা নেই। ঠিকভাবে টাইপ করতে পারছেন।

৩। আমার কম্পিউটারে হোমিও বাংলা সফটওয়ার ইনস্টল করার পরে সার্স বক্সে বা সফটওয়ারের মধ্যে কোথাও কোন বাংলা অক্ষর টাইপ করা যাচ্ছে না। টাইপ করলে ?? অক্ষর আসছে।

সমাধান: আপনি সম্ভবত বিজয় লিস্টবক্স থেকে Unicode চয়েজ করেছেন। এজন্য ইউনিকোড লেখা টাইপ হচ্ছে। কিন্তু হোমিও বাংলা সফটওয়ার এর মধ্যে কোন ইউনিকোড লেখা টাইপ হয় না। তাই এরূপ দেখাচ্ছে। আপনি বিজয় লিস্টবক্স থেকে নিচের চিত্রের মত Bijoy Classic চয়েজ করুন। দেখবেন বাংলা টাইপে আর কোন সমস্যা হচ্ছে না।

organon


এর পরেও বাংলা লিখতে সমস্যা হলে সম্ভবত আপনি একই সঙ্গে অভ্র ও বিজয় দুটোই চালাচ্ছেন। তাই এরূপ হচ্ছে। এক্ষেত্রে অভ্র ক্লোজ করে কেবল বিজয় রেখে পূনরায় টাইপ করুন। এবার বাংলা টাইপ হবে।

৪। আমার কম্পিউটারে বিজয় নেই, কেবল অভ্র কীবোর্ড ইনস্টল করা আছে। অভ্র দিয়ে কি বাংলা টাইপ করা যাবে না। গেলে কিভাবে করবো?

সমাধান: অভ্র দিয়েও বাংলা টাইপ করা যাবে। কিন্তু বিজয় কীবোর্ড দিয়ে যে কোন শব্দ টাইপ করা যায়। অভ্র দিয়ে আনসিকোডে বাংলা লিখতে গেলে কিছু নমুনা বাংলা শব্দ আসে, সেটা চয়েজ করতে হয়। তার জন্য কিছু প্রক্রিয়া আছে।

আপনার কম্পিউটারে অভ্র কীবোডের ৫.৫.০ ভার্সান ইনস্টল না থাকলে নিচের লিঙ্কে ক্লিক করে ইনস্টল করুন।

https://www.omicronlab.com/download/setup_avrokeyboard_5.5.0.exe

এর পর অভ্র কীবোডের আইকন থেকে সেটিং এ ক্লিক করলে নিচের চিত্রের মত দেখাবে।

organon


এখান থেকে Output as ANSI (Are you sure?) অপশানে ক্লিক করলে নিচের চিত্রের মত ডায়ালগ বক্স আসবে।

organon

এখান থেকে Use ANSI anyway তে ক্লিক করতে হবে। এর অভ্র আইকনের English লেখার উপর ক্লিক করলে নিচের চিত্রের মত বাংলা লেখা আসবে। এই বাংলা লেখার নিচের অপশানে ক্লিক করে নিচের চিত্রের মত পপ আপ মেনু আনতে হবে। এই মেনু থেকে Avro Phonetic (English to Bangla) অপশানে ক্লিক করলে পরে হোমিও বাংলা সফটওয়ারে যে কোন স্থানে বাংলা টাইপ করা যাবে।

organon