Making Software, Making Life Easy
হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা
• উপর থেকে যে কোন ইংরেজি বর্ণে ক্লিক করলে সেই বর্ণ দিয়ে শুরু সকল শব্দ দেখাবে।
• ডিকশনারীতে নতুন শব্দ সংযোজন করা যাবে, এডিট করা যাবে, ডিলিট করা যাবে।
উত্তরঃ কোন শব্দ বাংলা বা ইংরেজীতে কিভাবে সার্স করার জন্য পেজের বামপাশে সার্স
প্যানেল আছে। এই প্যানেলের অঙ্গ বা রোগের তালিকায় ক্লিক করে অথবা বাংলা বা ইংরেজিতে
রোগ বা অঙ্গের নাম টাইপ করে ডানপাশে তার সংজ্ঞা, বিবরণ ও ছবি দেখা যাবে। ছবি না
থাকলে নিজেই সে সংক্রান্ত ছবি সংযোজন করা যাবে। কিভাবে ছবি সংযোজন করবেন তা পেজে
দেয়া আছে।
এছাড়া উপর থেকে যে কোন ইংরেজি বর্ণে ক্লিক করলে সেই বর্ণ দিয়ে শুরু সকল শব্দ দেখাবে।
২. ডিকশনারীতে কিভাবে নতুন শব্দ সংযোজন করা যাবে, এডিট করা যাবে, ডিলিট
করা যাবে?
উত্তরঃ নতুন শব্দ সংযোজন করতে হলে Add New বাটনে ক্লিক করুন।
নতুনে উইন্ডো আসবে। সেখানে নির্দেশনা দেয়া আছে।
কোন শব্দ এডিট করতে হলে শব্দটি প্রদর্শন করে Update বাটনে ক্লিক
করুন। তখন শব্দটি এডিট করতে পারবেন।
নতুন শব্দ ডিলিট করতে হলে শব্দটি প্রদর্শন করে Delete বাটনে ক্লিক
করুন। নতুনে ডায়ালগ বক্স আসবে। সেখানে Yes তে ক্লিক করলে শব্দটি ডিলিট হবে।