Making Software, Making Life Easy
হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা
• প্রিন্ট ফরমে যেভাবে টিক দিয়ে লক্ষণ সংগ্রহ করা হয়, কম্পিউটার ফরমেও অনুরূপ লক্ষণে টিক দিয়ে ঔষধ নির্বাচন করা যাবে। লক্ষণ টাইপের প্রয়োজন হবে না।
• কোন লক্ষণে ভুলক্রমে ক্লিক করে টিক দিলেও পূনরায় ক্লিক করলে টিকটি উঠে যাবে।
• নির্বাচিত লক্ষণসমষ্টি থেকে ফলাফল জানা যাবে।
• যে কোন বিশেষ লক্ষণের সকল ঔষধ দেখা যাবে।
• যে কোন রোগীর নামে সংগৃহিত লক্ষণের আলোকে নির্বাচিত ওষধসমূহ সেভ করে রাখা যাবে।
• পুরাতন রোগীর পূর্বের কোন লক্ষণ মোছা যাবে, নতুন লক্ষণ সংযোজন করা যাবে।
• নির্বাচিত ঔষধের মধ্যে কোনটাতে আলোচ্য রোগীর কতটি লক্ষণ আছে তা দেখা যাবে।
• নির্বাচিত ঔষধসমূহকে যে কোন ক্যাটাগরিতে (তরুন, ক্রণিক, গরমকাতর, শীতকাতর, সোরা, সিফিলিক.., ডান, বা, ,পুরুষ, স্ত্রী, পলিক্রেষ্ট, ননপলিক্রেষ্ট) ফিল্টারিং করা যাবে।
• যে কোন ঔষধের সাধারণ পরিচিতি এক নজরে দেখা যাবে।
উত্তরঃ রোগীরের তথ্য (কেস হিস্টরী) পেজে এসে রোগীদের
তালিকা বাটনে ক্লিক করতে হবে। এর পর রোগীদের তালিকা থেকে নির্দিষ্ট রোগীর
নাম নির্বাচন করতে হবে। (তালিকায় সেই রোগীর নামের উপর ক্লিক করলেই সেটি নির্বাচিত
হবে।) এর পর বামপাশ থেকে রেপার্টরিকরণ (ঔষধ নির্বাচন)
বাটনে ক্লিক করুন। এর পর ডানপাশ থেকে ক্রণিক রোগের জন্য
ফর্ম ব্যবহার করে চিহ্নিত লক্ষণে টিক দিয়ে ঔষধ নির্বাচন বাটনে ক্লিক করুন।
দেখবেন কেস টেকিং ফর্ম ওপেন হবে। এটা আপনার প্রিন্ট ফরমের অনুরূপ। ইতিপূবে লক্ষণ
সংগ্রহের জন্য ফরমে যেরূপ টিক দিয়েছিলেন, এখানেও অনুরূপ টিক (ক্লিক করে) দিয়ে লক্ষণ
নির্বাচন করুন। চলতি পেজ থেকে লক্ষণ সংগ্রহ শেষ হলে পরবরতি
ধাপে যান বাটনে ক্লিক করুন। এভাবে সবগুলি পেজ থেকে লক্ষণ নির্বাচন শেষ হলে
ফলাফল দেখান বাটনে ক্লিক করুন। নতুন উইন্ডোজ আসলে
নিচের দিকে …নামে ফলাফল সেভ করুন বাটনে ক্লিক করুন।
তাহলে আপনার নির্দিষ্ট রোগীর নামে ফলাফল সেভ হবে।
কোন লক্ষণে ভুলক্রমে ক্লিক করে টিক দিলেও পূনরায় ক্লিক করলে টিকটি উঠে যাবে।
২. নির্বাচিত লক্ষণসমষ্টি থেকে কিভাবে ফলাফল জানা যাবে।
উত্তরঃ ফলাফল দেখান বাটনে ক্লিক করুন।
৩. যে কোন বিশেষ লক্ষণের সকল ঔষধ কিভাবে দেখা যাবে?
উত্তরঃ সেই বিশেষ লক্ষণের উপর ক্লিক (টিক দেয়ার) করার পরে ঔষধ বাটনে ক্লিক করুন।
৪. যে কোন রোগীর নামে সংগৃহিত লক্ষণের আলোকে নির্বাচিত ওষধসমূহ কিভাবে সেভ করে রাখা যাবে?
উত্তরঃ প্রথমে ফলাফল দেখান বাটনে ক্লিক করুন। এর পর ডায়ালগ বক্সের নিচের দিকে …নামে ফলাফল সেভ করুন বাটনে ক্লিক করুন। তাহলে এখানে যে নাম ও ক্রমিক নং থাকবে সেই ক্রমিক নং অনুযায়ী ফলাফল সেভ হবে।
৫. পুরাতন রোগীর পূর্বের কোন লক্ষণ কিভাবে মোছা যাবে এবং নতুন লক্ষণ সংযোজন করা যাবে?
উত্তরঃ রোগীরের তথ্য (কেস হিস্টরী) পেজে এসে রোগীদের তালিকা বাটনে ক্লিক করতে হবে। এর পর রোগীদের তালিকা থেকে নির্দিষ্ট রোগীর নাম নির্বাচন করতে হবে। (তালিকায় সেই রোগীর নামের উপর ক্লিক করলেই সেটি নির্বাচিত হবে।) এর পর বামপাশ থেকে রেপার্টরিকরণ (ঔষধ নির্বাচন) বাটনে ক্লিক করুন। এর পর ডানপাশ থেকে ক্রণিক রোগের জন্য ফর্ম ব্যবহার করে চিহ্নিত লক্ষণে টিক দিয়ে ঔষধ নির্বাচন বাটনে ক্লিক করুন। দেখবেন কেস টেকিং ফর্ম ওপেন হবে। এখন ফলাফল দেখান বাটনে ক্লিক করুন। নতুন উইন্ডোজ আসলে নিচের দিকে … উপরের নামের ফাইলটি খুলুন বাটনে ক্লিক করুন। তাহলে এখানে আপনার পুরাতন রোগীর নামে সেভ করা সকল লক্ষণ দেখাবে। এখান থেকে যে লক্ষণটা মুছতে চান সেটার উপর ক্লিক করুন। এর পর নিচের থেকে নির্বাচিত একটি লক্ষণ মোছা বাটনে ক্লিক করতে হবে। সেই লক্ষণটি মুছে যাবে। এখন রোগীর এই ফাইলে পূর্বের নিয়ম অনুযায়ী কোন লক্ষণে টিক দিয়ে নতুন লক্ষণ সংযোজন করতে পারবেন। তবে সব লক্ষণ সংযোজন শেষ হলে অবশ্যই …নামে ফলাফল সেভ করুন বাটনে ক্লিক করতে হবে।
৬. নির্বাচিত ঔষধের মধ্যে কোনটাতে আলোচ্য রোগীর কতটি লক্ষণ আছে তা কিভাবে দেখা যাবে?
উত্তরঃ ফলাফল দেখান বাটনে ক্লিক করুন। নতুন উইন্ডোজ আসলে নিচের দিকে সম্পূর্ণ বাটনে ক্লিক করুন। নতুন একটা পেজ আসবে। এই পেজের বামপাশের নির্বাচিত ঔষধের নাম গ্রেডসহ দেখাবে এবং ডানপাশে উক্ত ঔষধের মধ্যে আলোচ্য রোগীর কতটি লক্ষণ আছে তা দেখা যাবে। তালিকা থেকে যে কোন ঔষধের উপর ক্লিক করলে সেই ঔষধের মধ্যে আলোচ্য রোগীর জন্য নির্বাচিত কতটি লক্ষণ আছে তা দেখা যাবে।
৭. নির্বাচিত ঔষধসমূহকে কিভাবে কোন ক্যাটাগরিতে (তরুন, ক্রণিক, গরমকাতর, শীতকাতর, সোরা, সিফিলিক.., ডান, বাম, পুরুষ, স্ত্রী, পলিক্রেষ্ট, ননপলিক্রেষ্ট) ফিল্টারিং করা যাবে?
উত্তরঃ ফলাফল দেখান বাটনে ক্লিক করুন। নতুন উইন্ডোজ
আসলে নিচের দিকে সম্পূর্ণ বাটনে ক্লিক করুন। নতুন
একটা পেজ আসবে। এই পেজের বামপাশের নির্বাচিত ঔষধের নাম গ্রেডসহ দেখাবে এবং ডানপাশে
উক্ত ঔষধের মধ্যে আলোচ্য রোগীর কতটি লক্ষণ আছে তা দেখা যাবে।
পেজের নিচের দিকে ফিল্টার করার জন্য ৩০টি অপশান আছে। ফিল্টার করার জন্য প্রথমে
রিসেট বাটনে ক্লিক করতে হবে।
এর পর যে যে ক্যাটাগিরির ঔষধগুলি প্রদর্শন করতে চান সেই সেই ক্যাটাগরিতে টিক দিন।
এরপর ফিল্টার করুন বাটনে চাপলে ফিল্টার হয়ে সেই ক্যাটাগরির
ঔষধগুলি প্রদর্শিত হবে। উদাহরণ: প্রাথমিক নির্বাচিত ঔষধগুলি হতে ক্রণিক রোগে কার্যকর,
গরমকাতর, এন্টিসোরিক ঔষধ প্রদর্শন করতে হলে নিচের অপশান থেকে ক্রণিক, গরমকাতর ও
সোরিক অপশানে ক্লিক করে ফিল্টার করুন বাটনে ক্লিক
করতে হবে।
৮. যে কোন ঔষধের সাধারণ পরিচিতি এক নজরে কিভাবে দেখা যাবে?
উত্তরঃ ফলাফল দেখান বাটনে ক্লিক করুন। নতুন উইন্ডোজ
আসলে নিচের দিকে সম্পূর্ণ বাটনে ক্লিক করুন। নতুন
একটা পেজ আসবে। এই পেজের বামপাশের নির্বাচিত ঔষধের নাম গ্রেডসহ দেখাবে এবং ডানপাশে
উক্ত ঔষধের মধ্যে আলোচ্য রোগীর কতটি লক্ষণ আছে তা দেখা যাবে।
পেজের উপরের দিকে ডানপাশে ঔষধটির সাধারণ পরিচিতি
বাটনে ক্লিক করুন।