Making Software, Making Life Easy
হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা
এই পেজ থেকে যা করা যাবে-
• নতুন কোন রোগীর সম্পূর্ণ কেস হিস্টরী এন্ট্রি করা যাবে।
• যে কোন রোগীর কেস হিস্টরী অডিও আকারে রেকর্ড করে রাখা যাবে, সেভ করে রাখা যাবে ও পরে শোনা যাবে।
• রোগীর সাধারণ তথ্য, ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ইতিহাস, পারিবারিক ইতিহাস, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নির্দিষ্ট ছকে সংরক্ষণ করে রাখা যাবে।
• ফর্মে সংগ্রহকৃত রোগীর বিভিন্ন লক্ষণ থেকে রেপার্টরিকরণ করা যাবে।
• রেপার্টরিকরণ করার পরে নি্র্বাচিত ঔষধসমূহকে এনালাইসিস বা ফিল্টার করা যাবে।
• চুড়ান্ত ঔষধ নির্বাচেনের পূর্বে ঔষধটির চরিত্রগত লক্ষণ, ক্রিয়াকাল, অনুপূরক, ক্রিয়ানাশক এক নজরে দেখা যাবে।
• চুড়ান্ত ঔষধ নির্বাচেনের পরে প্রেসক্রিপশন লেখা যাবে এবং বাংলা ও ইংরেজিতে প্রেসক্রিপশন প্রিন্ট করা যাবে।
• যে কোন পুরাতন রোগীর সকল তথ্য সহজেই খুজে বের করা যাবে (নাম, ক্রমিক নং বা মোবাইল নং ব্যবহার করে), ডিলিট করা যাবে, নতুন রোগী সংযোজন করা যাবে।
১. নতুন কোন রোগীর সম্পূর্ণ কেস হিস্টরী কিভাবে এন্ট্রি করা যাবে?
উত্তরঃ এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। প্রথমে নির্ধারিত কেস টেকিং ফরমে রোগীর সকল
তথ্য পূরণ করে নিতে হবে। এর পর রোগীরের তথ্য (কেস হিস্টরী) পেজে এসে নতুন
রোগী যোগ বাটনে ক্লিক করতে হবে। তখন নতুন একটি ক্রমিক নং সহ নতুন রোগীর
জন্য একটি ফাইল তৈরী হবে। এখানে নাম, মোবাইল নং, গ্রাম/শহরের ঘরে শূণ্য (০) দেখাবে।
শূণ্য (০) লেখা ঘরগুলিতে প্রয়োজনীয় তথ্য দিন। এর পর ডান পাশের উপরের দিকের সেভ
করুন বাটনে ক্লিক করুন।
এরপর বামপাশ থেকে রোগীর সাধারণ তথ্য বাটনে ক্লিক
করুন। এখানে শূণ্য (০) লেখা ঘরগুলিতে প্রয়োজনীয় তথ্য দিন। অনুরূপভাবে রোগীর
ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ইতিহাস, পারিবারিক ইতিহাস, পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট,
বাটনগুলিতে ক্লিক করে শূণ্য (০) লেখা ঘরগুলিতে প্রয়োজনীয় তথ্য দিন। এর পর ডান পাশের
উপরের দিকের সেভ করুন বাটনে ক্লিক করুন।
২. যে কোন রোগীর কেস হিস্টরী কিভাবে অডিও আকারে রেকর্ড করে রাখা যাবে, সেভ করে রাখা যাবে ও পরে শোনা যাবে?
উত্তরঃ পেজের উপরের দিকে অডিও কেস টেকিং বাটনে ক্লিক করুন। নতুন একটি উইন্ডোজ আসলে সেখান থেকে Record এ ক্লিক করুন। রেকর্ড শুরু হবে। রেকর্ডিং শেষ হলে Stop এ ক্লিক করুন। শুনতে চাইলে Play তে ক্লিক করুন। সেভ করতে চাইলে Save তে ক্লিক করুন। Save As ডায়ালগ বক্স আসলে Homeo Bangla Software থেকে Audio ফোল্ডার খুলে রোগীর ক্রমিক নং লিখে Save করুন। পূর্বের রেকর্ডকৃত কোন কেস হিস্টরী শুনতে চাইলে Open ক্লিক করে ফাইলটি ওপেন করুন।
৩. রোগীর সাধারণ তথ্য, ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ইতিহাস, পারিবারিক ইতিহাস, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নির্দিষ্ট ছকে কিভাবে সংরক্ষণ করে রাখা যাবে?
উত্তরঃ এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। প্রথমে নির্ধারিত কেস টেকিং ফরমে রোগীর সকল
তথ্য পূরণ করে নিতে হবে। এর পর রোগীরের তথ্য (কেস হিস্টরী) পেজে
এসে নতুন রোগী যোগ বাটনে ক্লিক করতে হবে। তখন নতুন
একটি ক্রমিক নং সহ নতুন রোগীর জন্য একটি ফাইল তৈরী হবে। এখানে নাম, মোবাইল নং,
গ্রাম/শহরের ঘরে শূণ্য (০) দেখাবে। শূণ্য (০) লেখা ঘরগুলিতে প্রয়োজনীয় তথ্য দিন।
এর পর ডান পাশের উপরের দিকের সেভ করুন বাটনে ক্লিক করুন।
এরপর বামপাশ থেকে রোগীর সাধারণ তথ্য বাটনে ক্লিক করুন। এখানে শূণ্য (০) লেখা ঘরগুলিতে
প্রয়োজনীয় তথ্য দিন। অনুরূপভাবে রোগীর ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ইতিহাস, পারিবারিক
ইতিহাস, পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট, বাটনগুলিতে ক্লিক করে শূণ্য (০) লেখা ঘরগুলিতে
প্রয়োজনীয় তথ্য দিন। এর পর ডান পাশের উপরের দিকের সেভ করুন বাটনে ক্লিক করুন।
৪. ফর্মে সংগ্রহকৃত রোগীর বিভিন্ন লক্ষণ থেকে কিভাবে রেপার্টরিকরণ করা যাবে?
উত্তরঃ রোগীর সম্পূর্ণ কেস হিস্টরী টাইপ না করেও ফর্মে সংগ্রহকৃত রোগীর বিভিন্ন
লক্ষণ থেকে রেপার্টরিকরণ করা যায়। সেক্ষেত্রে প্রথমে রোগীরের তথ্য (কেস হিস্টরী)
পেজে এসে নতুন রোগী যোগ বাটনে ক্লিক করতে হবে। তখন নতুন একটি
ক্রমিক নং সহ নতুন রোগীর জন্য একটি ফাইল তৈরী হবে। এখানে নাম, মোবাইল নং, গ্রাম/শহরের
ঘরে শূণ্য (০) দেখাবে। শূণ্য (০) লেখা ঘরগুলিতে প্রয়োজনীয় তথ্য দিন। এর পর ডান
পাশের উপরের দিকের সেভ করুন বাটনে ক্লিক করুন।
এর পর বামপাশ থেকে রেপার্টরিকরণ (ঔষধ নির্বাচন) বাটনে
ক্লিক করুন। এর পর ডানপাশ থেকে ক্রণিক রোগের জন্য ফর্ম ব্যবহার করে চিহ্নিত
লক্ষণে টিক দিয়ে ঔষধ নির্বাচন বাটনে ক্লিক করুন। দেখবেন কেস টেকিং ফর্ম
ওপেন হবে। এটা আপনার প্রিন্ট ফরমের অনুরূপ। ইতিপূবে লক্ষণ সংগ্রহের জন্য ফরমে যেরূপ
টিক দিয়েছিলেন, এখানেও অনুরূপ টিক (ক্লিক করে) দিয়ে লক্ষণ নির্বাচন করুন। চলতি
পেজ থেকে লক্ষণ সংগ্রহ শেষ হলে পরবরতি ধাপে যান বাটনে ক্লিক করুন। এভাবে সবগুলি
পেজ থেকে লক্ষণ নির্বাচন শেষ হলে ফলাফল দেখান বাটনে ক্লিক করুন। নতুন উইন্ডোজ আসলে
নিচের দিকে … নামে ফলাফল সেভ করুন বাটনে ক্লিক করুন। তাহলে আপনার
নতুন রোগীর নামে ফলাফল সেভ হবে।
৫. রেপার্টরিকরণ করার পরে নির্বাচিত ঔষধসমূহকে কিভাবে এনালাইসিস বা ফিল্টার করা যাবে?
উত্তরঃ ৪ নং ধাপ অনুসরণের পরে ফিরে যাওয়া বাটনে ক্লিক করে রোগীরের
তথ্য (কেস হিস্টরী) পেজে ফিরে আসুন। এখানে বামপাশ থেকে কেস এনালাইসিস (বিশ্লেষণ)
বাটনে ক্লিক করুন। এনালাইসিস বা ফিল্টার করার জন্য নতুন পেজ আসবে। এখানে বামপাশের
ঔষধের তালিকা থেকে যে কোন ঔষধে ক্লিক করলে ডানপাশে তার নির্বাচিত লক্ষণগুলি দেখাবে
যা বর্তমান রোগীর জন্য নির্বাচন করা হয়েছিল। তালিকায় উপরের দিক থেকে কয়েকটি ঔষধে
ক্লিক করলেই বোঝা যাবে কোন্ ঔষধের মধ্যে রোগীর গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আছে।
এছাড়া পেজের নিচের দিকে ফিল্টার করার জন্য ৩০টি অপশান আছে। ফিল্টার করার জন্য প্রথমে
রিসেট বাটনে ক্লিক করতে হবে। এর পর যে যে ক্যাটাগিরির ঔষধগুলি প্রদর্শন করতে চান
সেই সেই ক্যাটাগরিতে টিক দিন। এরপর ফিল্টার করুন বাটনে চাপলে
ফিল্টার হয়ে সেই ক্যাটাগরির ঔষধগুলি প্রদর্শিত হবে। উদাহরণ: প্রাথমিক নির্বাচিত
ঔষধগুলি হতে ক্রণিক রোগে কার্যকর, গরমকাতর, এন্টিসোরিক ঔষধ প্রদর্শন করতে হলে নিচের
অপশান থেকে ক্রণিক, গরমকাতর ও সোরিক অপশানে ক্লিক করে ফিল্টার করুন বাটনে ক্লিক
করতে হবে।
৬. চুড়ান্ত ঔষধ নির্বাচেনের পূর্বে ঔষধটির চরিত্রগত লক্ষণ, ক্রিয়াকাল, অনুপূরক, ক্রিয়ানাশক এক নজরে কিভাবে দেখা যাবে?
উত্তরঃ পূর্ববর্তি পেজ থেকে ঔষধটির সাধারণ পরিচিতি বাটনে ক্লিক করতে হবে।
৭. চুড়ান্ত ঔষধ নির্বাচেনের পরে কিভাবে প্রেসক্রিপশন লেখা যাবে ও প্রেসক্রিপশন প্রিন্ট করা যাবে?
উত্তরঃ রোগীরের তথ্য (কেস হিস্টরী) পেজে এসে প্রেসক্রিপশন বাটনে ক্লিক করতে হবে। এরপর সেভ করুন বাটনে ক্লিক করার পর রিপোর্ট বাটনে ক্লিক করতে হবে। তখন প্রেসক্রিপশনের নতুন পেজ ওপেন হবে। এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রেসক্রিপশন প্রিন্ট হবে।
৮. কিভাবে কোন পুরাতন রোগীর সকল তথ্য সহজেই খুজে বের করা যাবে (নাম, ক্রমিক নং বা মোবাইল নং ব্যবহার করে), ডিলিট করা যাবে, নতুন রোগী সংযোজন করা যাবে?
উত্তরঃ রোগীরের তথ্য (কেস হিস্টরী) পেজে এসে রোগীদের তালিকা বাটনে
ক্লিক করতে হবে। এর পর ডানপাশের সার্স বাই থেকে Sl_No/ Name/
Mobile_No সিলেক্ট করে সার্স বক্সে নাম, ক্রমিক নং বা মোবাইল নং লিখুন। এরপর সার্স
বাই বাটনে ক্লিক করুন।
কোন রোগীর তথ্য ডিলিট করতে হলে প্রথমে রোগীদের তালিকা বাটনে ক্লিক করতে হবে। এর
পর নিচের তালিকা থেকে রোগীর নামে ক্লিক করুন। এখন পুরাতন রোগী বাদ
বাটনে ক্লিক করুন।
নতুন রোগী সংযোজন করতে হলে নতুন রোগী যোগ বাটনে ক্লিক করুন। তখন
নতুন একটি ক্রমিক নং সহ নতুন রোগীর জন্য একটি ফাইল তৈরী হবে। এখানে নাম, মোবাইল
নং, গ্রাম/শহরের ঘরে শূণ্য (০) দেখাবে। শূণ্য (০) লেখা ঘরগুলিতে প্রয়োজনীয় তথ্য
দিন। এর পর ডান পাশের উপরের দিকের সেভ করুন বাটনে ক্লিক করুন।