logo Hikmasoft Ltd

Making Software, Making Life Easy

হিকমাসফট লিঃ এর প্রকাশিত সকল সফটওয়ারের ব্যবহার নির্দেশিকা

একিউট/তরুন রোগের সহজ চিকিত্সা

organon

 

organon

এই পেজ থেকে যা করা যাবে-
• এই পেজে ভারতের বিখ্যাত ডাঃ প্রফুল্ল বিজয়করের থিওরী অব একিউট অনুসারে একিউট/তরুন রোগের চিকিত্সার ব্যবস্থা রাখা হয়েছে।

• এই পেজ ব্যবহার করে মাত্র ৩/৪টি ক্লিক করেই একিউট/তরুন রোগের সহজেই চিকিত্সা করা যাবে।

• এখানে ডাঃ প্রফুল্ল বিজয়করের থিওরী অব একিউট এর বিস্তারিত ব্যাখা দেয়া আছে যা একিউট/তরুন রোগের চিকিত্সার জন্য জানা অত্যাবশ্যক।

একিউট/তরুন রোগের সহজ চিকিত্সা পেজটি ব্যবহারের পদ্ধতি

১. থিওরী অব একিউট এর বিস্তারিত ব্যাখা কোথায় আছে?

উত্তরঃ পেজের ডানপাশে উপরের দিকে ব্যাখ্যা ও ব্যবহারবিধি নামে একটি বাটন আছে। এই বাটনে ক্লিক করলে নতুন উইন্ডো ওপেন হবে। এর বামপাশে আছে শিরোনাম আর ডানপাশে আছে তার ব্যাখ্যা। বামপাশের তালিকা থেকে যে কোন শিরোনামে ক্লিক করলে ডানপাশে তার ব্যাখ্যা দেখাবে।


২. থিওরী অব একিউট অনুসারে কিভাবে একিউট/তরুন রোগের চিকিত্সা করা হয়?

উত্তরঃ ব্যাখ্যা ও ব্যবহারবিধি ভালভাবে আয়ত্ত্ব করার পরে তরুন রোগের চিকিত্সা পেজে আসুন। এই পেজের উপরের দিকে বামপাশে সক্রিয়তা এর নিচে ৩টি অপশান আছে (হ্রাসপ্রাপ্ত/বর্ধিত/অপরিবর্তনীয়)। আপনার রোগীর সক্রিয়তার উপর ভিত্তি করে যে কোন অপশানে ক্লিক করুন। দেখবেন ডানপাশে Level1 এর অধীনে কিছু অপশান আসবে। প্রয়োজনীয় অপশানে ক্লিক করার পরে Level2 এর অধীনে কিছু অপশান আসবে। এখানে প্রয়োজনীয় অপশানে ক্লিক করার পরে Level3 এর অধীনে কিছু অপশান আসবে। এখানে প্রয়োজনীয় অপশানে ক্লিক করার পরে ডানপাশে ঔষধের তালিকা দেখাবে। তালিকা থেকে কোন ঔষধে ক্লিক করলে নিচের দিকে ঔষধটির পরিচিতি দেখাবে। রোগীর সাথে ঔষধটির পরিচিতি মিলিয়ে যে কোন তরুন রোগে ঔষধটি নিশ্চিতভাবে প্রয়োগ করা যায়।