- হিকমাসফট লিমিটেড একটি সফটওয়ার প্রস্ততকারী প্রতিষ্ঠান।
- এই প্রতিষ্ঠান চিকিত্সা, শিক্ষাব্যবস্থাপনা, ব্যবসাসংক্রান্ত, ধর্মীয় এবং অন্যান্য ডাটাবেজভিত্তিক সফটওয়ার তৈরী করে যাচ্ছে।
- বাংলাভাষায় বিশেষ করে হোমিওপ্যাথির উপর সফটওয়ার তৈরীর ক্ষেত্রে এই প্রতিষ্ঠান অগ্রনী ভূমিকা রেখেছে।
- হোমিও বাংলা সফটওয়ার, কেন্টের বাংলা রেপার্টরী, বোরিকের বাংলা রেপার্টরী, বায়োকেমিক বাংলা সফটওয়ার, ক্লাসিক্যাল হোমিও সফটওয়ার এদের মধ্যে অন্যতম।
- হিকমাসফট লিমিটেড বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ডাটাবেজ সফটওয়ার তৈরীর পাশাপাশি ডায়নামিক ওয়েবসাইট তৈরীর উদ্যোগ গ্রহণ করেছে।
- অনলাইন ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম (http://www.hikmasoft.net) এবং অনলাইন কুরআন সার্স (http://www.shariah24.com/quran)
Website
Blog-site
