কেন্টের বাংলা রেপার্টরী
বাংলাভাষায় প্রথম ডাঃ কেন্টের রেপার্টরীভিত্তিক হোমিওপ্যাথিক বাংলা সফটওয়ার।
# এই সফটওয়ারটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা। ইংরেজী না জানা ব্যক্তিও এই সফটওয়ারটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। এর সকল কমান্ড বাংলায় লেখা।
# এই সফটওয়ারটির ডাটাবেজ হিসেবে ডাঃ কেন্টের রেপার্টরী ব্যবহার করা হয়েছে। রেপার্টরীগুলো ইংরেজী ও বাংলা দুই ভাষায়ই ব্যবহার করা যাবে।
# এই সফটওয়ারটিতে কেস টেকিং/ রোগীলিপি তৈরীর ডিজিটাল ফর্ম আছে যা থেকে অল্প সময়ে রোগীর সার্বিক লক্ষণ সংগ্রহ করে তা সংরক্ষণ করা যায়, ক্রণিক রোগের জন্য কাগুজে কেস টেকিং ফর্ম ব্যবহার করে তা থেকে কম্পিউটারে ক্লিক করে ঔষধ নির্বাচন করা যায়, প্রেসক্রিপশন লেখা যায় এবং পরবর্তিতে রোগীটির তথ্য রোগীর নাম/আইডি/গ্রাম/মোবাইল নং অনুযায়ী সহজেই খুজে বের করা যায়।
# এই সফটওয়ারটির সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে লক্ষণসমষ্টি থেকে উপযুক্ত ঔষধ নির্ণয় যা সকল হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য কষ্টকর। এই সফটওয়ারটিতে ডাঃ কেন্টের রেপার্টরীকে ৪২ টি অধ্যায়ে ভাগ করা হয়েছে এবং এর রেপার্টরী অংশে ৭৯৪ টি নমুনা লক্ষণ/রোগের নাম দেয়া আছে; যে কোন রোগের উপর ক্লিক করলে সেই রোগের জন্য কী কী ঔষধ আছে তা রেপার্টরী হতে দেখা যাবে; যে কোন অধ্যায়ে ক্লিক করলে সংশ্লিষ্ট লক্ষণ দেখা যাবে; সাস বক্সে যে কোন লক্ষণ টাইপ করে তা রেপার্টরী হতে সার্স করা যাবে, একাধিক লক্ষণ থেকে ঔষধ নির্বাচন করে ফলাফল দেখা যাবে। সাথে সাথে নির্বাচিত ঔষধের লক্ষণগুলি দেখার সুযোগ আছে এবং ফিল্টারিং (গরমকাতর/শীতকাতর/তরুণ/ক্রণিক/ডান/বাম/সোরিক/সিফিলিক..) এর ব্যবস্থা আছে যাতে বিবেচনাশক্তি প্রয়োগ করে নির্বাচনকে আরও নির্ভুল করা যায়।
সফটওয়ারটির কপির জন্য আজই যোগাযোগ করুন।
প্রতি কপির মূল্য মাত্র ২৫০০/- টাকা যা একটি কম্পিউটারে ব্যবহার করা যাবে। একই সঙ্গে ১টি ল্যাপটপ ও ১টি ডেস্কটপে ব্যবহারের জন্য খরচ হবে সর্বমোট ৪০০০/- টাকা।
mokhlesbd2009@gmail.com